ঘরোয়া বিমান যাত্রায় দিতে হবে সেল্ফ ডিক্লারেশন ফর্ম, বাধ্যতামূলক মাস্ক, স্বাস্থ্যপরীক্ষা, নির্দেশিকায় জানাল রাজ্য
Continues below advertisement
আগামী বৃহস্পতিবার থেকে চালু বিমান পরিষেবা। তার আগে আজ নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। নির্দেশিকায় বলা হয়েছে, মাস্ক পরা বাধ্যতামূলক। মানতে হবে সামাজিক দূরত্ব বিধি। বিমানে ওঠার আগে প্রত্যেকের স্বাস্থ্যপরীক্ষা করা হবে। উপসর্গ না থাকলে তবেই মিলবে বিমানে ওঠার অনুমতি। নির্দেশিকায় আরও বলা হয়েছে, সংক্রমণ থাকলে নিয়ে যাওয়া হবে বিমানবন্দর সংলগ্ন পরীক্ষাকেন্দ্রে। প্রত্যেককে সেলফ ডেকলেয়ারেশন ফর্ম পূরণ করে আনতে হবে।
Continues below advertisement
Tags :
Kollata Airport Flight Service To Resume Coronavirus In West Bengal West Bengal Government Coronavirus In India Abp Ananda Coronavirus