Coronavirus: এবার স্বাস্থ্য ভবনেই করোনার হানা, ৬৬জন আক্রান্ত । Bangla News

Continues below advertisement

এবার স্বাস্থ্য ভবনেই (Health Department) করোনার হানা, ৬৬জন আক্রান্ত। স্বাস্থ্য ভবনের ৬৬জন কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ। ১৩৭জনের নমুনা পাঠানো হয়েছিল কল্যাণীতে, ৬৬জনের পজিটিভ। 

করোনার থাবায় বন্ধ হল পার্ক স্ট্রিটে এসবিআইয়ের শাখা। ৪৬ জন ব্যাঙ্ককর্মীর মধ্যে ৩৫ জনই সংক্রমিত। পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসের এসবিআইয়ের শাখা আপাতত বন্ধ। শেক্সপিয়র সরণির এসবিআই ব্রাঞ্চেও বেশিরভাগই সংক্রমিত। ৫০ জন কর্মীর ৪৬ জনই সংক্রমিত। যদিও এখনও পরিষেবা জারি রয়েছে এসবিআইয়ের ওই শাখায়। 

আসানসোলের তৃণমূল (TMC) প্রার্থীর প্রচারে বিধিভঙ্গ। ৫ জনের বেশি লোক নিয়ে বাড়ি বাড়ি প্রচারের অভিযোগ। '৫ জনকে নিয়েই এসেছি, পিছনে এলাকার লোকেরা ছিলেন,' দাবি আসানসোলের (Asansol Municipality) ৮৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram