করোনা-আতঙ্ক: রাজ্যে লাগু মহামারী আইন, আরও খবর দেখুন সকালের হেডলাইন‍্‍স

১। করোনা-মোকাবিলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটির মেয়াদ বেড়ে ১৫ এপ্রিল। ৩১ মার্চ পর্যন্ত সিনেমা হল, রিয়্যালিটি শো বন্ধের অনুরোধ মমতার। রাজ্যে লাগু মহামারী আইন।



২। টালিগঞ্জে সিনেমার শ্যুটিং নিয়ে আজ নন্দনে বিকেল চারটেয় বৈঠক। থাকবেন পূর্তমন্ত্রী, স্বরাষ্টসচিব সহ সিনেমা সংগঠনের আধিকারিক ও কলাকুশলীরা।


৩। করোনা সতর্কতায় ৩ লক্ষ ২৪ হাজার মানুষের স্ক্রিনিং। নজরে ৫৫৯০ জন। করোনা নিয়ন্ত্রণে ২০০ কোটির তহবিল। করোনা মোকাবিলায় নিযুক্ত কর্মীদের জন্য ৫ লক্ষ টাকার বিশেষ বিমা।


৪। আপাতত হচ্ছে না পুরভোট। করোনার জেরে সরকার ও রাজনৈতিক দলগুলির ভোট পিছনোর আর্জি মানল কমিশন।
১৫ দিন পরে ফের পর্যালোচনা। জানালেন রাজ্য নির্বাচন কমিশনার।


৫। করোনা সতর্কতায় ৩১ মার্চ পর্যন্ত রাজভবনে সমস্ত অনুষ্ঠান বাতিল। বাইরের অনুষ্ঠানেও লাগাম রাজ্যপালের। ২১ মার্চ পর্যন্ত কলকাতা হাইকোর্ট ও জেলা আদালতে বন্ধ কাজ।


৬। করোনা সংক্রমণ আশঙ্কায় ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের ১২টি চিড়িয়াখানা। বন্ধ শিলিগুড়ির বেঙ্গল সাফারি। সোমবার থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ জাতীয় গ্রন্থাগারও।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola