বিজনেস ক্লাসে ভাড়া ১.২ লক্ষ, লন্ডন থেকে ফিরলেন ১১৯ যাত্রী, সকলেই হোটেলে কোয়ারেন্টিন
লন্ডন থেকে ফিরলেন একশো উনিশ জন যাত্রী। বিমানে সুরক্ষা-বিধি মানা হয়নি বলে অভিযোগ যাত্রীদের একাংশের। সংক্রমণ রুখতে মাঝের সিটের যাত্রীদের পিপিই দিতে বিমান সংস্থাকে নির্দেশ ডিজিসিএর।