শুভ্রা কুণ্ডুর জামিনের আবেদন খারিজ, মঞ্জুর ২ দিনের ট্রানজিট রিমান্ড

Continues below advertisement
শুভ্রা কুণ্ডুর (Subhra Kundu) সাত বছরের শিশুকন্যা বাড়িতে রয়েছে। ওঁকে গ্রেফতার করা হয়েছে। ওঁকে জামিন দেওয়া হোক। যখনই সিবিআই (CBI) ডাকবে তখনই উনি হাজিরা দেবেন। শনিবার বিধাননগর মহকুমা আদালতে রোজভ্যালি মামলায় ধৃত শুভ্রা কুণ্ডুর আইনজীবীদের এই আর্জি ধোপে টিকল না। রোজভ্যালির ধৃত কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রীর শুভ্রাকে দুই দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করল আদালত। সিবিআই সূত্রে খবর শুভ্রাকে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হবে। এরপর খুড়দা রোড আদালতে তোলা হবে। ১৪ দিনের হেফাজতে চাইবে সিবিআই।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram