Covid-19: দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, কত হল আক্রান্তের সংখ্যা?

ABP Ananda Live: ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল। কোভিড আক্রান্তর সংখ্যা হল ১০০৯।এর মধ্যে সাম্প্রতিক সময়ে আক্রান্তর সংখ্যা ৭৫২।রাজ্যে আরও ২ করোনা আক্রান্তর হদিশ।কলকাতা মেডিক্যাল কলেজের করোনা পজিটিভ হয়ে চিকিৎসাধীন ২।পেডিয়াটিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ৯ মাসের এক সদ্যোজাত ।শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ওই সদ্যোজাত ভর্তি হয় গত ২২ মে।অক্সিজেন সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে ওই নবজাতককে।কলকাতা মেডিক্যাল কলেজের আইসোলেশনে ৫৫ বছরের এক মহিলা।গত ১৯ মে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।২ জনের নমুনা ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পাঠানো হয়েছে।গত সাত দিনে রাজ্যে ১৮ জন করোনা আক্রান্তর হদিশ মিলল।

 

বিকাশভবনে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে শিক্ষাসচিবের বৈঠক শেষ, মিলল রফাসূত্র ?

বিকাশভবনে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে শিক্ষাসচিবের বৈঠক শেষ। পরীক্ষা না দিয়ে কীভাবে স্কুলের চাকরিতে বহাল ? মিলল রফাসূত্র ? বিকেল ৪.৩০: চাকরিহারা শিক্ষকদের সাংবাদিক বৈঠক।বিকাশভবনে চাকরিহারা শিক্ষক-সরকারের দেড় ঘণ্টার বৈঠক। ৩১ মে-র মধ্যে SSC-কে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের। দেড় ঘণ্টার বৈঠক, সন্তুষ্ট চাকরিহারা শিক্ষকরা ? মিলল সমাধানসূত্র ? বিকাশভবনে ৬ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে শিক্ষাসচিবের বৈঠক ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola