৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত ৪ রাজ্য থেকে কলকাতায় বিমান আসা বন্ধ
Continues below advertisement
৪ রাজ্য থেকে কলকাতায় বিমান আসা আপাতত বন্ধ থাকছে। দিল্লি, মুম্বই, পুণে, নাগপুর, চেন্নাই ও আমদাবাদ থেকে বিমান আসা বন্ধ রাখা হচ্ছে। ৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। করোনা সংক্রমণ রুখতে নিয়ন্ত্রিত বিমান চলাচলের দাবি জানিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রীর সেই দাবি মেনে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
Continues below advertisement
Tags :
4 States Flight Banned To Kolkata Flights Banned Kolkata COVID Update Corona Breaking ABP Live Nagpur Chennai Ahmedabad Mumbai Abp Ananda Pune Delhi Coronavirus