Covid 19: 'করোনার নতুন প্রজাতিতে রুখতে কমাতে হবে ভ্যাকসিনের ব্যবধান', ল্যানসেটের নতুন গবেষণায় উল্লেখ

নতুন তিন প্রজাতিকে ঘায়েল করতে ভ্যাকসিনের দু'টি ডোজের মধ্য়ে ব্যবধান কমাতে হবে। আন্তর্জাতিক জার্নাল ল্যানসেটে সদ্য প্রকাশিত রিসার্চ লেটার বা গবেষণা চিঠিতে এমনই দাবি করা হয়েছে। করোনার তিন প্রজাতি আলফা, ডেলটা ও বিটার দাপটে এখন থরহরিকম্প অবস্থা। এই অবস্থায় করোনাকে কাবু করতে ভ্যাকসিনের দু'টি ডোজের মধ্য়ে ব্যবধান কত হওয়া উচিত? এনিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে গবেষণা। উঠে আসছে নানা মত। সম্প্রতি ব্রিটেনে ফাইজার (Pfizer) ভ্যাকসিনের কার্যকারিতা নিয়েও একটি সমীক্ষা হয়। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola