Covid Updates: করোনা রোগীদের চাঙ্গা করতে হাসপাতালের কোভিড ওয়ার্ডে পিপিই পরে নাচ স্বাস্থ্যকর্মীদের

করোনা রোগীদের একঘেয়েমি কাটাতে ও মনোবল বাড়াতে কোচবিহারের (Cooch Behar) এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অভিনব উদ্যোগ। কোভিড ওয়ার্ডে পিপিই পরে গানের তালে নাচলেন স্বাস্থ্যকর্মীরা। রোগীদের আনন্দ দিতে তাতে সামিল হলেন খোদ সহকারী সুপার। এই ভিডিও কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ( MJN medical college ) কোভিড ওয়ার্ডের। সেখানে চিকিৎসাধীন করোনা রোগীদের মনোবল বাড়াতে, বুধবার বিকেলে গানের তালে নাচলেন চিকিৎসক ও নার্সরা। সাত স্বাস্থ্যকর্মীর পারফরম্যান্স দেখে কেউ দিলেন হাততালি। কেউ আবার অক্সিজেনের নল লাগানো অবস্থাতেই ঘাড় ঘুরিয়ে দেখলেন সেই মনোরঞ্জনপর্ব।

কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নার্স সুলগ্না ভট্টাচার্য বলেন, রোগীরা তো দীর্ঘদিন ধরে পরিবার পরিজন ছেড়ে হাসপাতালে, তাঁদের একঘেয়েমি কাটাতে, মনোবল বাড়াতে আমাদের এই উদ্যোগ। চিকিৎসার সঙ্গে নাচে-গানে কোভিড রোগীদের চাঙ্গা করার চেষ্টা করোনার প্রথম ঢেউয়ের সময় থেকেই করে আসছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। বুধবার কোচবিহারের হাসপাতালে করোনা রোগীদের মধ্যে আনন্দ সঞ্চারিত করতে, নাচের তালে পা মেলান খোদ সহকারী সুপার। কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সহকারী সুপার দীপ্তেন্দু দাস বলেন, রোগীরা দীর্ঘদিন হাসপাতালে। পাশেও আক্রান্ত রোগী। অনেক সময় মনোবল ভেঙে পড়ে। বুস্টআপ করতেই আমাদের ছোট্ট প্রয়াস।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola