Covid Updates: করোনার মর্মান্তিক ছবি গড়ফা-কৃষ্ণনগরে, ১০ দিন লকডাউন-কার্ফু জারির জন্য রাজ্যকে কাতর আবেদন কুণাল সরকারের
Continues below advertisement
গড়ফা থেকে কৃষ্ণনগর, করোনায় মৃত রোগীর দেহ পড়ে থাকল বাড়িতেই। গড়ফায় করোনা রিপোর্ট হাতে না পাওয়ায় এক বৃদ্ধাকে ভর্তি নেয়নি কোনও হাসপাতাল। পাওয়া যায়নি অক্সিজেনও। বাড়িতেই শ্বাসকষ্টে মৃত্যু হয় তাঁর। ১৬ ঘণ্টা পর এবিপি আনন্দের খবরের জেরে তৎপর হয়ে দেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করে পুরসভা। অন্যদিকে কৃষ্ণনগরে হোম আইসোলেশনে থাকা এক বৃদ্ধের মৃত্যু হয় গতকাল দুপুরে। ২৪ ঘণ্টা কেটে গেলেও সরানো হয়নি দেহ। এই দুই ঘটনা প্রসঙ্গে চিকিৎসক কুণাল সরকার বলেন, ‘করোনা-সমস্যার মাত্রা প্রশাসনিক ও চিকিৎসা ব্যবস্থাকে বহুগুণ অতিক্রম করে গেছে। তাই লড়াই করা খুব কঠিন হয়ে পড়েছে। অন্তত ১০ দিন লকডাউন বা কার্ফু জারি করে সংক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য রাজ্য প্রশাসনের কাছে হাত জোড় করে আবেদন করছি। নাহলে চিকিৎসা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে পড়বে।’
Continues below advertisement
Tags :
Corona ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Covid Situation Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Bengal Corona Update Dr. Kunal Sarkar