Covid Updates: উপসর্গহীন রোগী খুঁজতে জেলায়-জেলায় নজরদারি চালু করছে রাজ্যের স্বাস্থ্য দফতর
Continues below advertisement
রাজ্যে করোনার (Covid) তৃতীয় ঢেউ মোকাবিলার প্রস্তুতি। উপসর্গহীন করোনা রোগী খুঁজতে বিশেষ ব্যবস্থা। সেন্টিনেল সার্ভেল্যান্স চালু করছে স্বাস্থ্য দফতর। ‘হাসপাতালে ভর্তি নন কোভিড রোগীদের করোনা পরীক্ষা হবে। প্রত্যেক জেলা ও স্বাস্থ্য জেলাকে একটি করে হাসপাতাল চিহ্নিত। প্রতিটি হাসপাতাল থেকে মাসে ৪০০ নমুনা পরীক্ষা হবে।’ ২৮টি জেলা ও স্বাস্থ্য জেলার সংশ্লিষ্ট হাসপাতালগুলিকে নির্দেশ স্বাস্থ্য দফতরের। প্রতি মাসে সব মিলিয়ে ১১ হাজারের বেশি নমুনা পরীক্ষা হবে।
Continues below advertisement
Tags :
Coronavirus Corona ABP Ananda COVID19 ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla West Bengal Corona BENGAL CORONA Health Department COVID Guidelines Covid19 Updates WB Corona WB New Corona Guidelines WB Coronavirus Updates District Hospital