Animal Welfare Board: ভ্যালেন্টাইন্স ডে-তে এবার গরুকে আলিঙ্গন, প্রাণিকল্যাণ বোর্ডের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক | ABP Ananda LIVE

Continues below advertisement

1.ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day)-তে এবার গরুকে আলিঙ্গন । মোদি (Modi) সরকারের নির্দেশে জারি বিজ্ঞপ্তি । ১৪ ফেব্রুয়ারি গরুকে আলিঙ্গন দিবস পালনের বিজ্ঞপ্তি । 'গরু ভারতীয় সংস্কৃতি এবং গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড' । 'কামধেনু', 'গোমাতা'র কথা উল্লেখ করে গরুকে আলিঙ্গনের বিজ্ঞপ্তি । কেন্দ্রীয় মৎস্য ও পশুপালন মন্ত্রকের অন্তর্গত প্রাণিকল্যাণ বোর্ডের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক । 

2.খারিজ জামিনের আর্জি, ১৪ মার্চ পর্যন্ত জেল হেফাজতেই প্রাক্তন পর্ষদ সভাপতি । পার্থ-মানিক (Partha Chatterjee) যুগলবন্দিতেই দুর্নীতির বিপুল টাকা আত্মসাৎ, আদালতে বিস্ফোরক দাবি ইডির । 'বেসরকারি বিএড কলেজ, ডিএলএড কলেজকে অনুমোদনের নামে লক্ষ লক্ষ টাকা নিতেন পার্থ । অনুমোদন ও NOC পাইয়ে দিতে ৬ থেকে ৮ লক্ষ টাকা নিতেন পার্থ । প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattachrya) নিতেন ২-৫ লক্ষ টাকা । পার্থর ক্ষেত্রে তাঁর ঠিক করা লোকের হাতে নগদ টাকা তুলে দেওয়া হত । নগর দায়রা আদালতে মানিক ভট্টাচার্যর জামিনের বিরোধিতায় বিস্ফোরক দাবি ইডির । 

3.নৌশাদ সিদ্দিকির (Naushad Siddique) অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ ব্যাঙ্কশাল কোর্টে । বিধানসভার বাজেট অধিবেশনে (Budget Session) থাকতে চেয়ে অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ । ধর্মতলায় (Dharmatala) গন্ডগোল মামলায় আইএসএফ (ISF) বিধায়কের অন্তর্বর্তী জামিনের আর্জি খারিজ। ধর্মতলায় গন্ডগোল মামলায় ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশই বহাল

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram