JNU Left Win: লোকসভা ভোটের মুখে JNU-তে বামেদের জয়জয়কার, এবিভিপি কে হারাল লাল ব্রিগেড
লোকসভা ভোটের মুখে জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বামেদের জয় জয় কার। ছাত্র সংসদ নির্বাচনে ৪ আসনেই এবিভিপি কে হারাল বামেরা। সভাপতি পদে জিতলেন বামেদের ধনঞ্জয়। জেএনইউ ছাত্র সংসদের সহ সভাপতি পদে জিতলেন বাংলার ছেলে অভিজিৎ ঘোষ। ৯২৭ ভোটে হারালেন এবিভিপি প্রার্থীকে। সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছে বামেরা।