SitaramYechury:সতীর্থদের স্মৃতিচারণায় ফিরে এল ইয়েচুরির পাণ্ডিত্য় থেকে বহুত্ববাদের প্রতি শ্রদ্ধার কথা
ABP Ananda LIVE: বিজেপি বিরোধী জোট গঠনে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য়। সেই সীতারাম ইয়েচুরির শূন্য়তা আগামীদিনে পূরণ হবে কী করে? প্রমোদ দাশগুপ্ত ভবনে সিপিএমের প্রয়াত সাধারণ সম্পাদকের স্মরণসভায় বারবার উঠল সেই প্রশ্নটাই। সতীর্থদের স্মৃতিচারণায় ফিরে এল ইয়েচুরির পাণ্ডিত্য় থেকে বহুত্ববাদের প্রতি শ্রদ্ধার কথাও।
এবার অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)গ্রামেই তৃণমূলের গোষ্ঠীকোন্দল(tmc inner clash)। নানুরের হাটসেরান্দি গ্রামে বীরভূমের(Birbhum) তৃণমূল জেলা সভাপতির অনুগামীদের পেটানোর অভিযোগ উঠল দলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। একজন আহত হন। অনুব্রতর জেলযাত্রার পরেই হাটসেরান্দিতে বেশ কয়েকজন তৃণমূল কর্মী গ্রামছাড়া হন। জেলমুক্তির পর অনুব্রত হাটসেরান্দি যান। ওইদিনই জেলা সভাপতিকে প্রণাম করে গ্রামে ফেরেন ঘরছাড়া তৃণমূল কর্মীরা। অভিযোগ, অনুব্রত ফিরে যেতেই তাঁর অনুগামীদের প্রথমে হুমকি ও পরে মারধর করা হয়। নানুর বিধানসভার দায়িত্বে রয়েছেন কাজল শেখ। জেলা রাজনীতিতে তিনি অনুব্রত-বিরোধী বলে পরিচিত। বিজেপির দাবি, তৃণমূল মানেই কাটমানির ভাগাভাগি নিয়ে কোন্দল। অনুব্রত ঘনিষ্ঠ কেরিম খান স্বীকার করেছেন এটা দলেরই গোষ্ঠীদ্বন্দ্ব।