Sunita Williams: ফ্যালকন রকেটের ত্রুটি সারিয়ে স্পেস স্টেশনের পথে ক্রু টেন, বুধবার নাগাদ পৃথিবীতে ফিরতে পারেন সুনীতা উইলিয়ামসরা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বুধবার নাগাদ পৃথিবীতে ফিরতে পারেন সুনীতা উইলিয়ামসরা । ফ্যালকন রকেটের ত্রুটি সারিয়ে স্পেস স্টেশনের পথে ক্রু টেন । ক্রু টেন স্পেস স্টেশনে পৌঁছলে, তবে সুনীতাদের নিয়ে রওনা দেবে ক্রু নাইন । ৯ মাস ধরে আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে আছেন সুনীতি উইলিয়ামসরা
খড়দায় নৃশংসভাবে টিএমসিপি নেতাকে খুন, প্রকাশ্যে হাড়়হিম করা ফুটেজ
খড়দায় নৃশংসভাবে টিএমসিপি নেতাকে খুন, প্রকাশ্যে হাড়়হিম করা ফুটেজ। টিএমসিপি নেতাকে তাড়া করে, রাস্তা ফেলে এলোপাথারি কোপ! 'পুরনো মারপিট নিয়ে অভিযোগ দায়ের করায় আক্রোশ থেকে খুন। অভিযোগ না তোলায় হামলা', দাবি খড়দার স্থানীয় কাউন্সিলরের। খড়দায় টিএমসিপি নেতা খুনে গ্রেফতার ১, বাকিরা কোথায়?
এখনও বাকি অভিযুক্তেদের খোঁজে তদন্তে পুলিশ।
স্তন ক্য়ানসার নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন, তাতে কলকাতার একটি ক্য়ানসার হাসপাতালে কীভাবে স্বল্প খরচে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, তা নিয়ে আলোচনা হতে চলেছে। ভিয়েনায় অনুষ্ঠিত হচ্ছে, সেন্ট গ্য়ালেন আন্তর্জাতিক স্তন ক্য়ানসার সম্মেলন। সেখানেই, নেতাজি সুভাষচন্দ্র বোস ক্য়ানসার হসপিটালে কীভাবে স্বল্প ব্য়য়ে স্তন ক্য়ানসার নির্ণয় ও চিকিৎসা হয়, তা আলোচ্য় বিষয় হয়ে উঠেছে।
প্রয়াত প্রাক্তন ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন! দোলের দিন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়কের বাড়িতে খুন!
পি কে-র সল্টলেকের বাড়িতে বাড়ির পরিচারকের দেহ উদ্ধার। বাড়ি থেকে উদ্ধার পরিচারক গোপীনাথ মুহুরির রক্তাক্ত দেহ। খুনের অভিযোগে গ্রেফতার গাড়িচালক বরুণ ঘোষ। ৫ হাজার টাকা খোয়া যাওয়া নিয়ে পরিচারকদের বকাবকি পি কে-র মেয়ের। পরে মদ আসরে টাকা খোয়া যাওয়া নিয়ে গাড়িচালক-পরিচারক বচসা।