CSIR UGC NET Postponed: আপাতত স্থগিত CSIR UGC NET পরীক্ষা, বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে NTA

Continues below advertisement

ABP Ananda LIVE: ইউজিসি নেটের(UGC NET) পর এবার সিএসআইআর-ইউজিসি-নেট পিছিয়ে  দিল এনটিএ(NTA)। পরীক্ষা বাতিলের পর পরীক্ষা স্থগিতে জল্পনা। ২৫ থেকে ২৭ জুনের মধ্যে পরীক্ষা হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত এবং লজিস্টিক ইস্যুর জেরে আপাতত পিছিয়ে দেওয়া হল পরীক্ষা, জানানো হল এনটিএ-র তরফে। পরীক্ষার পরিবর্তিত দিনক্ষণ জানানো হবে ওয়েবসাইটে, জানাল এনটিএ।

নতুন করে প্রদেশ কংগ্রেস কমিটি ঢেলে সাজানোর দায়িত্ব এখন সর্বভারতীয় সভাপতির হাতে। সর্বভারতীয় সভাপতিই সিদ্ধান্ত নেবেন, কে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি (Mallikarjun Kharge )। 'কংগ্রেসের সাংগঠনিক নিয়ম অনুযায়ী, খাড়গে সভাপতি হওয়ার পর সমস্ত প্রদেশ কংগ্রেস কমিটি অস্থায়ী ভাবে কাজ চালাচ্ছে'। তিনিও পশ্চিমবঙ্গে অস্থায়ী প্রদেশ কংগ্রেস সভাপতি, জানালেন অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury )। বৈঠকে উপস্থিত অধিকাংশ কংগ্রেস নেতাই অধীরের সমর্থনে সওয়াল করেছেন। বিকেল ৪টেয় পরবর্তী বৈঠকে বসছে প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।  ডবল হ্যাটট্রিকের আগেই থেমেছে বিজয়রথ। তৃণমূলের নবাগত ইউসুফ পাঠানের কাছে হারতে হয়েছে ৫ বারের সাংসদকে। বহরমপুরে নিজের পরাজয়ের জন্য এবার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন অধীর চৌধুরী। টানলেন রামনবমীর বিকেলে মুর্শিবাদের শক্তিপুর বাজারে সংঘর্ষের ঘটনার প্রসঙ্গ। নাচতে না জানলে উঠোন বাঁকা, কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম।প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, 'আপনি আমাকে যা খুশি করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আমার জায়গাতেই থাকব। আপনাকে প্রমাণ করে দেব আজ না হয় কাল যে, আপনি একজন ভয়ঙ্করী, আপনি একজন দাঙ্গাকারী।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram