Cyber Crime: 'তদন্ত সঠিকভাবে হয় এই আশা করব', অর্কদীপের গ্রেফতারির পর বললেন অভিযোগকারী পুলিশকর্তা

Continues below advertisement

অবশেষে গ্রেফতার করা হল উত্তরপাড়ার তৃণমূল নেতার ছেলে অর্কদীপ কুণ্ডুকে। গতকাল রাতে বারাসাত থেকে তাকে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগের পুলিশ। পুলিশকর্তার মেয়ের মোবাইল নম্বর অন্য মহিলার ছবির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকরভাবে পোস্ট করার অভিযোগ গ্রেফতার করা হল অর্কদীপকে। অভিযোগ পাওয়ার প্রায় ১ মাস পরে অবশেষে গ্রেফতার করা হল তাকে। গত মাসের ১২ তারিখ ডিএসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকের মেয়ে অর্কদীপের বিরুদ্ধে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন। এই প্রসঙ্গে ওই পুলিশকর্তা বলেন, ‘আমি একজন বাবা হিসাবে আমার ক্ষোভ প্রকাশ করেছিলাম। যেভাবে তদন্ত হওয়ার কথা ছিল সেইভাবে আগে করা হয়নি। এখন যেন তদন্ত সঠিকভাবে হয় এই আশা করব। এই পদক্ষেপ নেওয়ার জন্য বিধাননগর কমিশনারেটকে ধন্যবাদ জানাচ্ছি।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram