Cyclone Jawad: দিঘায় অশান্ত সমুদ্র, শুরু ঝিরঝিরে বৃষ্টি | Bangla News

Continues below advertisement

দিঘায় (Digha) শুরু হয়েছে ঝোড়ো হাওয়া। সমুদ্র অশান্ত। দিঘার সমুদ্র সৈকতে ঢেউ আছড়ে পড়ছ। কিছু পর্যটককে দেখা যাচ্ছে। তবে স্নানের জন্য নামা যাবে না সমুদ্রে। 

উপকূলের আরও কাছে 'জওয়াদ' (Jawad)। শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় 'জওয়াদ'। আজ দুপুর নাগাদ পৌঁছবে পুরীর উপকূলে। ওড়িশা উপকূল ধরে বাংলার দিকে এগোবে 'জওয়াদ'। 'জওয়াদ'-জেরে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। গোপালপুর থেকে দূরত্ব ২০০ কিমি। পুরী থেকে জওয়াদের দূরত্ব ২৭০ কিমি। বিশাখাপত্তনম থেকে 'জওয়াদ'র দূরত্ব ১৮০ কিমি।  কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা। সোমবারও বৃষ্টি ববে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram