Cyclone Michaung : ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত চেন্নাই, এখনও জলমগ্ন শহরের বিভিন্ন জায়গা, নেই বিদ্যুৎ। ABP
Continues below advertisement
মিগজাউমের (Cyclone Michaung) দু'দিন পরেও এখনও স্বাভাবিক নয় চেন্নাই। শহরের বিভিন্ন অংশ এখনও জলমগ্ন। অনেক এলাকাতেই নেই বিদ্যুৎও। তিরুভুলুরসালাইয়ের মতো এলাকায় দুর্গতি চরমে। জলমগ্ন থাকায় এলাকার দোকান-বাজার বন্ধ, খোলেনি স্কুলও। চেন্নাইয়ের বালামুরুগামে আটকে পড়েছেন বাংলার মালদা থেকে আসা পরিযায়ী শ্রমিকরা। পানীয় জল, খাবারের কষ্টে ভুগছেন শ্রমিকরা। পশ্চিমবঙ্গের তুলনায় ডবল পেমেন্ট, তাই কাজ করতে এখানে আসি, বলছেন আটকে থাকা শ্রমিকরা।
Continues below advertisement