Cyclone Reamal Update: রাতেই আছড়ে পড়তে পারে রেমাল, আতঙ্ক বাড়ছে সুন্দরবনে। ABP Ananda Live
ABP Ananda LIVE: আবহাওয়া (Weather Update)দফতর বলছে রবিবার মধ্যরাতে পশ্চিমবঙ্গ(west bengal) ও বাংলাদেশের (bangladesh)উপকূলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল(cyclone remal)। যার প্রভাব পড়তে চলেছে এরাজ্যের উপকূলের জেলাগুলিতে। বাসিন্দাদের সতর্ক করতে প্রচার শুরু করেছে প্রশাসন। খোলা হয়েছে কন্ট্রোল রুম, ত্রাণ শিবির। রবি ও সোমবার বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।ভোটের মধ্যেই ঘূর্ণিঝড়ের অশনিসঙ্কেত। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, আছড়ে পড়বে কাল মধ্যরাতে। ঘূর্ণিঝড় রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। কলকাতায় ৭০-৯০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। কাল সকালের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। রবিবার রাত ১১ থেকে ১টার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'রেমাল'। পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি আছড়ে পড়তে পারে।