Cyclone Yaas Effect: বাংলা-ঝাড়খণ্ড মিলিয়ে ৫০০ কোটি, কেন্দ্রের ইয়াস-প্যাকেজে ক্ষুব্ধ রাজ্য

Continues below advertisement

ইয়াসে (Yaas) ক্ষতিগ্রস্ত ওড়িশা ও বাংলার বিভিন্ন এলাকা আকাশ পথে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেখা করেন এবং রিভিউ মিটিংও করেন তিনি। মুখ্যমন্ত্রী ইয়াসে ২০ হাজার কোটি টাকার প্যাকেজের জন্য আবেদন করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখার পর আর্থিক সাহায্যের কথা ঘোষণা করে কেন্দ্র। ওড়িশা (Odisha), বাংলা (Bengal) ও ঝাড়খণ্ডের (Jharkhand) জন্য ১ হাজার কোটি টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়। এর মধ্যে ৫০০ কোটি টাকা দেওয়া হবে ওড়িশাকে। বাকি ৫০০ কোটি দেওয়া হবে বাংলা ও ঝাড়খণ্ডকে। এই নিয়ে ক্ষুব্ধ রাজ্য সরকার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram