Tea Garden: নকশালবাড়িতে বন্ধ হয়ে পরে হাজার একরের চা বাগান | ABP Ananda LIVE
Darjeeling: নকশালবাড়িতে (Naxalbari) বন্ধ হয়ে পরে হাজার একরের চা বাগান (Tea Garden)। সামনে শ্রমিক অসন্তোষ থাকলেও, পিছনে স্থানীয় তৃণমূল (TMC)নেতৃত্বের হাত রয়েছে বলে মনে করছে চা বাগান কর্তৃপক্ষ। উৎপাদন কমাতে, শ্রমিকদের একাংশকেই ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। ABP Ananda LIVE