India Pakistan News: ভারতের এয়ার স্ট্রাইক, পাকিস্তান ছেড়ে পালাল দাউদ ইব্রাহিম !

ABP Ananda LIVE: অপারেশন সিঁদুরের ঠেলায় পাকিস্তান ছেড়ে পালাল দাউদ ইব্রাহিম! প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে মুম্বই বিস্ফোরণের মোস্ট ওয়ান্টেড । দাউদের সঙ্গে ছায়া সঙ্গী ছোটা শাকিলও প্রাণ বাঁচানোর চেষ্টায় । ভারতের এয়ার স্ট্রাইক, অন্য দেশে গিয়ে লুকনোর চেষ্টা করছে দাউদ: সূত্র 
ভারতের প্রত্যাঘাতে এতদিনের নিরাপদ আশ্রয় ছাড়ল দাউদ: সূত্র । গত তিন দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানই ছিল দাউদের নিশ্চিন্ত আশ্রয়

আরও খবর...

রাতভর সীমান্তের বিভিন্ন জায়গায় ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের। ৫০টি পাক ড্রোনকে গুলি করে নামাল ভারত, খবর সূত্রের। ভিডিও জারি সেনার। আতঙ্কে POK-তে রাতভর বাজল সাইরেন।'

উধমপুর, সাম্বা, জম্মু, আখনুর, নাগরোটা, পাঠানকোটে পাক ড্রোন ধ্বংস। কামাল দেখাল L 70 আর্টিলারি , ZU 23 MM গান, সিলিকা অ্যান্টি মিসাইল সিস্টেম

ভারতের প্রত্যাঘাতে দিশেহারা, তবুও নির্লজ্জ পাকিস্তান। সাম্বা সেক্টরে বিএসএফের গুলিতে নিহত ৭ পাক জঙ্গি। পাক গোলার আড়ালে অনুপ্রবেশের ছক বানচাল। পাকিস্তানের ধান্দার পোস্টে ব্যাপক ক্ষয়ক্ষতি

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola