কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হবে টিকাকরণ, কোভিশিল্ড ও কোভ্যাক্সিনে অনুমোদন DCGI-এর

Continues below advertisement
অবশেষে ২ ভ্যাকসিনে অনুমোদন ডিসিজিআইয়ের। সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাকসিন, দুই করোনা প্রতিষেধককেই ভারতে ব্যবহারের অনুমোদন দিল ডিসিজিআই (DCGI)।
জরুরি ভিত্তিতে প্রয়োগে ছাড়পত্র। ১০০ শতাংশ সুরক্ষিত কোভ্যাকসিন ও কোভিশিল্ড। ডিসিজিআই জানাল, কোভিশিল্ডের সুরক্ষা-নিশ্চয়তা ৭০ শতাংশের বেশি।
তবে সতর্কবার্তা হিসেবে জানানো হল, ‘হতে পারে সামান্য জ্বর, ব্যথা, অ্যালার্জি’,দাবি ডিসিজি বিজি সোমানির।
সিদ্ধান্তকে স্বাগত জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।‘কোভিশিল্ড আসছে কয়েক সপ্তাহের মধ্যেই’, ট্যুইট সিরাম কর্তা আদর পুনাওয়ালার
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram