দিল্লি হিংসা: সকাল থেকে ফের উত্তপ্ত রাজধানী, সিএএ সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত
দিল্লি হিংসা: সকাল থেকে ফের উত্তপ্ত রাজধানী, সিএএ সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৭। দুপুরের পর ভজনপুরায় নতুন করে উত্তেজনা দেখা দেয়। পুলিশ কর্মীদের উপর হয় পাথর বৃষ্টি। নতুন করে বেধে যায় সংঘর্ষ। আগুন ধরিয়ে দেওয়া হয় গাড়ি ও বাইকে। বন্ধ করে দেওয়া হয়েছে গণ পরিবহন ব্যবস্থা। সরকারি তরফে কোনও সঠিক সংবাদ দেওয়া হচ্ছে না। নিষেধাজ্ঞা জারি হয়েছে সংবাদমাধ্যমের উপরেও।
Tags :
Delhi Anti Caa Protest Zafrabad Protest Shaheen Bagh Anti-CAA Rally Aligarh Donald Trump India Visit Abp Ananda Anti CAA Protest Delhi