Sikkim Flood: সিকিমে মেঘভাঙা বৃষ্টি-বিপর্যয়ে মৃতের সংখ্যা বাড়ছে, নিখোঁজ শতাধিক | ABP Ananda LIVE
Continues below advertisement
Sikkim Flood: সিকিমে মেঘভাঙা বৃষ্টি-বিপর্যয়ে মৃতের সংখ্যা বাড়ছে। নিখোঁজ শতাধিক। আটকে রয়েছেন হাজার হাজার পর্যটক। সবথেকে ক্ষতিগ্রস্ত উত্তর সিকিমের সিংথাম। ভয়াল তিস্তা গিলে খেয়েছে সেতু। সিংথামে ইস্ট পয়েন্ট হাইস্কুলের নীচের তলার পুরোটা কাদায় ডুবে গেছে। গাছের ওপর উঠে গিয়েছে স্কুল বাস। সেবক-রংপো রেললাইন তৈরির । কাজে ব্যবহৃত পে লোডার, ক্রেন সব কিছু খেলনা গাড়ির মতো এদিক-ওদিক ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। সিংথামে তিস্তা পাড়ে একটি বাড়িও আস্ত নেই। এর মধ্যেই চলছে উদ্ধারকাজ।
Continues below advertisement