Rupankar Bagchi: কে কে-এর মৃত্যু নিয়ে মন্তব্যে বিতর্ক, দুঃখপ্রকাশ রূপঙ্করের | Bangla News
কেকে’র মৃত্যুর আগে করা ফেসবুক লাইভ নিয়ে, তীব্র সমালোচনার মুখে পড়েছেন সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী। তিনদিন পর, শুক্রবার সামনে এসে, তা নিয়ে দুঃখপ্রকাশ করলেন তিনি। রূপঙ্করের বক্তব্য, কেকে নয়, তাঁর কনসার্ট নিয়ে তৈরি হওয়া উন্মাদনা প্রসঙ্গে বলতে চেয়েছিলেন তিনি।
Tags :
Mumbai ABP Ananda ABP Live Rupankar Bagchi KK Krishnakumar Kunnath কে কে Kk Singer K K Kk News K K Singer Singer Died Today Singer Death Today Kk Indian Singer Singer Death KK Death কে কে গায়ক মুম্বই Kk