Debshankar Haldar: শাঁওলি মিত্রের অভিনয় হাঁ করে দেখতাম আর শিখতাম অভিনয় কাকে বলে, বলছেন দেবশঙ্কর হালদার । Bangla News

Continues below advertisement

প্রয়াত নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র। শাঁওলি মিত্র আজ বিকেলে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। শাঁওলি মিত্রর বয়স হয়েছিল ৭৪ বছর। শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের কন্যা শাঁওলি মিত্র। ইতিমধ্যেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন শাঁওলি মিত্র। ঋত্বিক ঘটকের ছবি ‘যুক্তি তক্কো আর গপ্পো’ ছবি অভিনয় করেন। ২০০৩ সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পান শাঁওলি মিত্র। 
২০০৯ সালে পদ্মশ্রী পান শাঁওলি মিত্র। ২০১২ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত হন তিনি। 

এ বিষয় নাট্যব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার বলেন, এত কাছ থেকে ওঁনাকে দেখেছি, কিন্তু অদ্ভুত একটা সম্মানের দূরত্ব ছিল। অথচ সেই দূরত্বটা উনি ঘুচিয়ে দিতেন ওঁনার অভিনয় দিয়ে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram