প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি খতিয়ে দেখতে ২ দিনের লাদাখ সফরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ
লাদাখ ও জম্মু কাশ্মীরে ২ দিনের সফরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। চিন সেনা সরাতে রাজি হওয়ার পর প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। সফরে প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান জেনারেল এম এম নরবণে। গত ৩ জুলাই প্রধানমন্ত্রী লাদাখে গিয়ে সেনাদের সঙ্গে কথা বলেন। ওই সময় রাজনাথের লাদাখে যাওয়ার কথা থাকলেও তিনি যাননি। ১৫ জুন লাদাখে চিনের সেনার সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যুর পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত লাদাখে।