ABP News

Delhi Election Result : ২৬ বছর পর দিল্লি দখলের পথে বিজেপি। প্রথমে লড়াই দিলেও পিছোচ্ছে আপ

Continues below advertisement

ABP Ananda LIVE : ২৬ বছর পর দিল্লি দখলের পথে বিজেপি। প্রথমে লড়াই দিলেও পিছোচ্ছে আপ। বহু পিছিয়ে কংগ্রেস। আপের একের পর এক হেভিওয়েট প্রার্থী পিছিয়ে। নয়াদিল্লিতে পিছিয়ে অরবিন্দ কেজরিওয়াল। কালকাজিতে পিছিয়ে মুখ্যমন্ত্রী অতিশী। 

Tollywood News: অবশেষে কাটল জট, সোমবার থেকে শ্যুটিং শুরু হচ্ছে টলিপাড়ায়

গত কয়েকদিন ধরেই টলিপাড়ায় ডামাডোল। একটি ধারাবাহিকের সেট তৈরিকে ঘিরে শুরু হয় সমস্যা। পরিচালক সৃজিৎ রায়ের নতুন ধারাবাহিকের শ্যুটিং বন্ধ হয়ে যায় বিনা নোটিশে। পরিচালকের পাশে দাঁড়ায় ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন। সমস্যায় পড়েন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ও। তাঁদের সিনেমা ও সিরিজের শ্যুটিংও আটকে যায়। অন্যদিকে এই শ্যুটিং বন্ধ হয়ে যাওয়া নিয়ে ফেডারেশনের সঙ্গে তাঁরা কথা বলতে গেলে ফেডারেশনের পক্ষ থেকে কোনও উত্তর মেলে না। বারে বারে চেষ্টা করার পরেও যখন সমস্যার সমাধাম হয় না। মাঠে নামে ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন। শ্যুটিং শুরু না হলে, কাজ বন্ধ করার হুঁশিয়ারি ও দেওয়া হয়। সেই মত গত ৭ তারিখ বন্ধ ছিল একাধিক ধারাবাহিকের শ্যুটিং। কোথাও আবার পরিচালক ছাড়াই হয়েছে শ্যুটিং। তবে শুক্রবার রাতের বৈঠকে সমস্যার সমাধান আর অধরা রইল না। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram