ABP News

Delhi Assembly Election: দিল্লির বিধানসভা ভোটে এবার জয়ের পতাকা ওড়াবে কোন দল? সমীক্ষায় এগিয়ে কে ? | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: দিল্লির বিধানসভা ভোটে এবার জয়ের পতাকা ওড়াবে কোন দল? বিজেপি না অরবিন্দ কেজরিওয়াল? তার আভাস পেতে বুধবার বুথফেরত সমীক্ষা চালিয়েছে একাধিক সংস্থা। কারও সমীক্ষায় বিজেপি এগিয়ে, কারও সমীক্ষায় এগিয়ে আম আদমি পার্টি। দেখে নেওয়া যাক, কোন সমীক্ষায় কী আভাস মিলল।

অভয়ার জন্মদিনে মানুষকে সঠিক বিচারের দাবিতে পথে নামার আর্জি জানালেন নিহত চিকিৎসকের মা-বাবা

দেখতে দেখতে ৬ টি মাস পেরিয়ে যেতে চলল সেই ভয়াবহ রাতের পর। ডিউটি-হাওয়ারে এক চিকিৎসককে ধর্ষণ ও খুন হত হয়েছিল তাঁর কর্মক্ষেত্রে। কলকাতা শহরের বুকে প্রথম সারির সরকারি হাসপাতালে। আগামী ৯ ফেব্রুয়ারি সেই ঘটনার ৬ মাস পূর্ণ হবে। আর সেইদিনই সেই নির্যাতিতা চিকিৎসকের জন্মদিন। এই দিনটিকে মাথায় রেখেই অভয়ার জন্মদিনে মানুষকে সঠিক বিচারের দাবিতে পথে নামার আর্জি জানালেন নিহত চিকিৎসকের মা-বাবা। 

ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে অনেকটা সময়। সিবিআই তদন্ত করে অভয়ার সঙ্গে ঘটে যাওয়া ঘৃণ্য অপরাধের পিছনে একজনের হাত খুঁজে পেয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পেশ করা তথ্য ও প্রমাণের ভিত্তিতে আরজি কর খুন ধর্ষণে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। তাঁর আজীবন কারাদণ্ডের সাজা হয়েছে। কিন্তু এই তদন্তে কোনও ভাবেই খুশি হতে পারেননি তাঁর মা - বাবা। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram