
Delhi Election Result 2025 : রাজধানীতেও ডবল ইঞ্জিন? ২৭ বছর পর দিল্লি দখলের পথে বিজেপি। উড়ে গেল আপ
Delhi Election Result 2025 : রাজধানীতেও ডবল ইঞ্জিন? ২৭ বছর পর দিল্লি দখলের পথে বিজেপি। উড়ে গেল আপ। দিল্লি বিধানসভার ভোট গণনায় বহু এগিয়ে বিজেপি। ২৬ বছর পর দিল্লি দখল? ২৬ বছর পর দিল্লি দখলের পথে বিজেপি। প্রথমে লড়াই দিলেও পিছোচ্ছে আপ। বহু পিছিয়ে কংগ্রেস। আপের একের পর এক হেভিওয়েট প্রার্থী পিছিয়ে। নয়াদিল্লিতে পিছিয়ে অরবিন্দ কেজরিওয়াল। কালকাজিতে পিছিয়ে মুখ্যমন্ত্রী অতিশী। একের পর এক আসনে এগোচ্ছে বিজেপি। পদ্ম ঝড়ে সাফ হয়ে যাবে আপ? দিল্লির রায় কোনদিকে? পিছিয়ে পড়ছেন আপের একের পর এক হেভিওয়েট প্রার্থী। জনতার রায় কার দিকে?
Tollywood News: অবশেষে কাটল জট, সোমবার থেকে শ্যুটিং শুরু হচ্ছে টলিপাড়ায়
অবশেষে কাটল জট। সোমবার থেকে ফের স্টুডিওপাড়ায় শোনা যাবে লাইটস, ক্য়ামেরা, অ্যাকশন। সোমবার থেকে আবার শ্যুটিং শুরু হবে টালিগঞ্জে। আজ বৈঠকের পরে জট কেটে গিয়েছে বলেই জানা যাচ্ছে। আজ পরিচালক-টেকনিসিয়ানদের সঙ্গে আজ বৈঠক করেছেন অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন। ২ মন্ত্রীর সঙ্গে স্টুডিওপাড়ার ২ পক্ষের বৈঠকে কাটল জট। 'সমস্যা হলে আমরা আছি, আশ্বাস দিয়েছেন রাজ্যের ২ মন্ত্রী', সোমবার থেকেই ফ্লোরে ফের শ্যুটিং, জানালেন পরিচালকরা।