
Delhi Result 2025: '২০২৬ সালে বাংলায় বিজেপি সরকার হবেই' আত্মবিশ্বাসী ধর্মেন্দ্র প্রধান
ABP Ananda Live: দিল্লিতে গেরুয়া ঝড়। ২৬ বছর পর রাজধানী দখল বিজেপির। এই ফল সামনে ফল আসতেই, আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। বিজেপির দিল্লি দখলের পর আজ অমিত শাহ-জে পি নাড্ডা বৈঠক। দিল্লির পর এবার বাংলা দখলের হুঙ্কার শোনা গেল বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধানের গলায়।
একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজধানীতে ক্ষমতায় ফিরেছে বিজেপি। আড়াই দশকের বেশি সময় পর, যমুনাপাড়ের রাজধানীর দখল নিল গেরুয়া শিবির। আর তারপরই নেক্সট টার্গেট ঠিক করে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। তাদের এখন লক্ষ্য় বাংলা দখল। দিল্লি জয়ের পর, ছাব্বিশে বিজেপির যে পাখির চোখ পশ্চিমবঙ্গ, তা রবিবার আরও একবার স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
চিকিৎসক ধর্ষণ-খুনের ৬ মাস। নিহতের জন্মদিনে ফের পথে অভয়া মঞ্চ। বিচারের দাবিতে অভয়ার জন্মদিনে আর জি কর-চলো অভিযান। আর তাতেই ফের ধুন্ধুমার কাণ্ড। হাসপাতালে ঢোকার মুখে আটকায় কেন্দ্রীয় বাহিনী। কলকাতা পুলিশের সঙ্গে বাকযুদ্ধে জড়ান আন্দোলনকারীরা। অনড় ছিলেন চিকিৎসকরা। দীর্ঘক্ষণ বচসার পর ঢোকার অনুমতি দেয় তারা।
৯ অগাস্ট থেকে ৯ ফেব্রুয়ারি, ৬ মাস পেরিয়ে গেছে। তবে শুকোয়নি ক্ষত। নিহত চিকিৎসকের জন্মদিনে রবিবার কলেজ স্কোয়ার থেকে অভয়ামঞ্চের ডাকে মিছিলে সামিল হয়েছিলেন তাঁর মা-বাবাও। সেই মিছিল আর জি কর মেডিক্য়ালে পৌঁছলে আন্দোলনকারীদের বাধা দেয় CISF ও কলকাতা পুলিশ। এরপরই বাকবিতণ্ডা শুরু হয়। অভয়া মঞ্চ আহ্বায়ক চিকিৎসক তমোনাশ চৌধুরী বলেন, "আমরা হাসপাতালে কোনও বিশৃঙ্খলা চাই না। কোনও দিক থেকে প্ররোচনা আছে বিশৃঙ্খলা সৃষ্টি করার। সেই প্ররোচনাতে কোনওভাবে কেউ পা দেবেন না। আমরা আপাতত এই বেলগাছিয়া রোডে অপেক্ষা করব। কিন্তু আমরা আমাদের মেয়ের জন্মদিনে তাঁকে আমরা স্মরণ করব।''