ED Raid : IIT-JEE-র বিভিন্ন কেন্দ্রে হানা ইডির। IIT প্রবেশিকার প্রশিক্ষণ কেন্দ্রে তল্লাশি

ABP Ananda LIVE : FIIT-JEE-র বিভিন্ন কেন্দ্রে হানা ইডির। IIT প্রবেশিকার প্রশিক্ষণ কেন্দ্রে ইডির তল্লাশি। দিল্লি,  নয়ডা,  গুরুগ্রামের ৮ জায়গায় তল্লাশি। উত্তরপ্রদেশ ও দিল্লিতে দায়ের হওয়া একাধিক FIR-এর প্রেক্ষিতে তল্লাশি। চলতি বছরের জানুয়ারিতে কোনও নোটিস ছাড়াই বন্ধ হয়ে যায় FIIT-JEE-র একাধিক সেন্টার। আগাম টাকা নিয়ে ভর্তির পর প্রশিক্ষণ কেন্দ্র বন্ধের অভিযোগ। 

IIT-তে ভর্তি প্রস্তুতির প্রশিক্ষণ কেন্দ্র FIIT-JEE-র বিভিন্ন কেন্দ্রে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লি, নয়ডা, গুরুগ্রামের। ৮টি জায়গায় তল্লাশি চলছে। উত্তরপ্রদেশ এবং দিল্লিতে দায়ের হওয়া একাধিক FIR-এর প্রেক্ষিতে ED-র এই অভিযান। চলতি বছরের জানুয়ারিতে কোনও নোটিস ছাড়াই বন্ধ। হয়ে যায় FIIT-JEE-র একাধিক সেন্টার। অভিভাবকদের অভিযোগ ছিল, আগাম টাকা দিয়ে ভর্তি করার পর প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ১২হাজার পড়ুয়ার ভবিষ্যৎ।  অনিশ্চিত হয়ে পড়েছে। FIIT-JEE-র। অ্ন্যতম প্রতিষ্ঠাতা D K গোয়েলের বিরুদ্ধে কোটি কোটি টাকা। আর্থিক তছরুপের অভিযোগ ওঠে। ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে কোচিং সেন্টারের নাম করে বাজার থেকে টাকা তোলার অভিযোগ ওঠায় তদন্তে নামে ED.। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola