ED Raid : IIT-JEE-র বিভিন্ন কেন্দ্রে হানা ইডির। IIT প্রবেশিকার প্রশিক্ষণ কেন্দ্রে তল্লাশি
ABP Ananda LIVE : FIIT-JEE-র বিভিন্ন কেন্দ্রে হানা ইডির। IIT প্রবেশিকার প্রশিক্ষণ কেন্দ্রে ইডির তল্লাশি। দিল্লি, নয়ডা, গুরুগ্রামের ৮ জায়গায় তল্লাশি। উত্তরপ্রদেশ ও দিল্লিতে দায়ের হওয়া একাধিক FIR-এর প্রেক্ষিতে তল্লাশি। চলতি বছরের জানুয়ারিতে কোনও নোটিস ছাড়াই বন্ধ হয়ে যায় FIIT-JEE-র একাধিক সেন্টার। আগাম টাকা নিয়ে ভর্তির পর প্রশিক্ষণ কেন্দ্র বন্ধের অভিযোগ।
IIT-তে ভর্তি প্রস্তুতির প্রশিক্ষণ কেন্দ্র FIIT-JEE-র বিভিন্ন কেন্দ্রে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লি, নয়ডা, গুরুগ্রামের। ৮টি জায়গায় তল্লাশি চলছে। উত্তরপ্রদেশ এবং দিল্লিতে দায়ের হওয়া একাধিক FIR-এর প্রেক্ষিতে ED-র এই অভিযান। চলতি বছরের জানুয়ারিতে কোনও নোটিস ছাড়াই বন্ধ। হয়ে যায় FIIT-JEE-র একাধিক সেন্টার। অভিভাবকদের অভিযোগ ছিল, আগাম টাকা দিয়ে ভর্তি করার পর প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ১২হাজার পড়ুয়ার ভবিষ্যৎ। অনিশ্চিত হয়ে পড়েছে। FIIT-JEE-র। অ্ন্যতম প্রতিষ্ঠাতা D K গোয়েলের বিরুদ্ধে কোটি কোটি টাকা। আর্থিক তছরুপের অভিযোগ ওঠে। ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে কোচিং সেন্টারের নাম করে বাজার থেকে টাকা তোলার অভিযোগ ওঠায় তদন্তে নামে ED.।