Modi Meeting: তালিকায় নাম থাকলেও, শেষমুহূুর্তে মোদি-সাক্ষাতে 'বাদ' কল্যাণ-কাকলি। ABP Ananda Live

Continues below advertisement

Kalyan Banerjee: তালিকায় নাম থাকলেও, শেষমুহূুর্তে মোদি-সাক্ষাতে 'বাদ' কল্যাণ (Kalyan Banerjee)-কাকলি (Kakali Ghosh Dastidar)। '১০জনের বেশি হওয়ায় না গেলে ভাল হয়, বলেছিলেন দিদি'। তালিকায় থেকেও শেষমুহূর্তে মোদি (Modi)-সাক্ষাতে না যাওয়া নিয়ে দাবি কল্যাণের ।নাম থেকেও, মোদি-সাক্ষাতে শেষ মুহূর্তে যেতে পারলেন না কাকলিও । 'মমতা ছাড়াও ৯জনের বেশি হওয়ায় আটকে দেয় নিরাপত্তারক্ষীরা'। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে না থাকা নিয়ে দাবি কাকলি ঘোষ দস্তিদারের । মমতার সঙ্গে মোদি-সাক্ষাতে অভিষেক, সুদীপ, সৌগত, ডেরেক ও'ব্রায়েন।মমতার সঙ্গে মোদি-সাক্ষাতে প্রকাশ চিক বরাইক, নাদিমুল হক, সাজদা আহমেদ। মমতার সঙ্গে মোদি-সাক্ষাতে শতাব্দী রায়, প্রতিমা মণ্ডল। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram