Dev Deepawali: দেশজুড়ে দেব দীপাবলি পালন। বাবুঘাট থেকে বারাণসী, সাড়ম্বরে দেব দীপাবলি উদযাপন
ABP Ananda Live: দেশজুড়ে দেব দীপাবলি পালন। বাবুঘাট থেকে বারাণসী, সাড়ম্বরে দেব দীপাবলি উদযাপন।
নবদ্বীপে সুকান্ত মজুমদারের কনভয়ের পিছনে থাকা গাড়িতে হামলা অভিযোগ! এখানেই শেষ নয়, হামলার পাল্টা হামলা হয়েছে বলেও অভিযোগ করা হচ্ছে। সব মিলিয়ে নবদ্বীপ বাস স্ট্যান্ডে তুলকালাম কাণ্ড! অভিযোগ করা হচ্ছে, প্রথমে হামলা চালিয়েছে তৃণমূল, পাল্টা INTTUC অফিসে হামলা করা হয়েছে বলে অভিযোগ।
ঠিক কী ঘটেছে? জানা যাচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে জেলা বিজেপি সভাপতির গাড়িতে হামলার অভিযোগ উঠেছে প্রথমে। এর পাল্টা নাকি INTTUC অফিসে ঢুকে হামলার চেষ্টা করেছে বিজেপি! তৃণমূলকর্মীদের পাল্টা হামলায় রক্তাক্ত একাধিক বিজেপি কর্মী, এমনটাই জানা যাচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় এলাকা ছাড়লেন সুকান্ত মজুমদার। নবদ্বীপের স্বরূপগঞ্জে ক্যাম্প অফিস উদ্বোধন করে ফেরার সময় হামলা হয়েছে বলে জানা যাচ্ছে।