Fake Passport: পাসপোর্ট ভেরিফিকেশনেও দুর্নীতি? কী বলছেন রাজ্য পুলিশের ডিজি

Continues below advertisement

Bangladesh Update: 'বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গে দীর্ঘতম সীমান্ত' । 'রাজ্য পুলিশের এসটিএফের তথ্যের ভিত্তিতেই গ্রেফতার কাশ্মীরের জঙ্গি' । প্রতিবেশি দেশের অস্থিরতার সুযোগ নিয়ে এরাজ্যে সমস্যা তৈরি হতে দেব না' । যারা সমস্যা তৈরির চেষ্টা করবে, তাদেরই গ্রেফতার করা হবে' । সোশাল মিডিয়ায় অনেক কিছুই ছড়াচ্ছে, কিন্তু আমাদের শান্ত থাকতে হবে' । সাধারণ মানুষ যদি কোনও তথ্য পান, আমাদের দিন' । রাজ্যে শান্তি বজায় রাখতে সবরকম পদক্ষেপ করা হচ্ছে'। পাসপোর্ট জালিয়াতির কিংপিন কি গ্রেফতার? পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা মনোজ গুপ্ত গ্রেফতার।বেহালার সখেরবাজারে ট্রাভেল এজেন্সির আড়ালে চলত পাসপোর্ট জালিয়াতির কারবার! । মোটা টাকার বিনিময়ে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করে দিতেন মনোজ' । মনোজেরই এজেন্সিতে কাজ করতেন পাসপোর্ট-কাণ্ডে ধৃত দীপঙ্কর দাস । উত্তর ২৪ পরগনার চাঁদপাড়া থেকে মনোজকে গ্রেফতার করল লালবাজারের গোয়েন্দারা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram