৫৬ ঘণ্টা বন্ধ ঢাকুরিয়া ব্রিজ! জেনে নিন বিকল্প রুট
Continues below advertisement
স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ ঢাকুরিয়া ব্রিজ। শুক্রবার রাত ১০টা থেকে বন্ধ করা হয়েছে ব্রিজ। ঢাকুরিয়া ব্রিজ আসার সব রাস্তা ইতিমধ্যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। গড়িয়াহাট থেকে যাদবপুরমুখী গাড়িগুলি গোলপার্ক থেকে সার্দান অ্যাভিনিউ ধরে লেক ফ্লাইওভার হয়ে প্রিন্স আনোয়ার শাহ দিয়ে যাদবপুর থানার কাছে নিয়ে আসা হবে। কেএমডিএ আজকের দিন বেছে নিয়েছে কারণ গাড়ির চাপ কম থাকবে এই দিন।
Continues below advertisement