ধুপগুড়িতে কারখানা খোলার দাবিতে তৃণমূলের বিক্ষোভ, পাল্টা কাটমানি নেওয়ার অভিযোগ মালিকপক্ষের
জলপাইগুড়ির ধুপগুড়িতে কারখানা খোলার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে তৃণমূলের বিক্ষোভ। শ্রমিকদের অভিযোগ, একই মালিকের অধীনে থেকে তিনটি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। পুজোর আগে বোনাস না দেওয়ার জন্যই এই কাজ, বিক্ষোভ চলাকালীন অভিযোগ শ্রমিকদের। অন্যদিকে মালিক পক্ষের অভিযোগ, তৃণমূলের শ্রমিক সংগঠন ৮০ হাজার টাকা কাটমানি নিয়েছে।