Dibrugarh Express Derailed: দুর্ঘটনার মুখে ডিব্রুগড় এক্সপ্রেস, কেন বারবার দুর্ঘটনা? উঠছে প্রশ্ন।
Train Accident: ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Train Accident)। উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস। ডিব্রুগড় এক্সপ্রেসের (Dibrugarh Express Derailed) ১০ থেকে ১২টি কামরা লাইনচ্যুত। চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার পথে দুর্ঘটনা। আহত বহু, কয়েকজনের মৃত্যুর আশঙ্কা। দুপুর ২.৩০ সময় দুর্ঘটনা, আহত বেশ কয়েকজন রেলযাত্রী। উল্টে গেছে ডিব্রুগড় এক্সপ্রেসের তিনটি বগি। জুন মাসের পর জুলাই মাসে ট্রেন দুর্ঘটনা। ১৭ জুন ফাঁসিদেওয়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর ১৮ জুলাই ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনা। চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার পথে দুর্ঘটনা। আপাতত যে খবর পাওয়া যাচ্ছে, তাতে অন্তত ১২ টি বগি লাইনচ্যুত হয়েছে। এসি কোচের পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। প্রবল আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। মালদার মানিকচকে রাস্তা অবরোধের জেরে উত্তেজনা। বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ। পুলিশকর্মীদের আটকে রেখে মারধরের অভিযোগ। আক্রান্ত আইসি-সহ কয়েকজন পুলিশকর্মী। ABP Ananda Live