Jagdeep Dhankhar: কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাতের কারণেই কি ইস্তফা দিলেন জগদীপ ধনকড়?
ABP Ananda LIVE : যিনি ১০ দিন আগেও বলেছিলেন, "যদি ঈশ্বর হস্তক্ষেপ না করেন, আমি সঠিক সময়ে অবসর নেব।সেটা অগাস্ট ২০২৭।" সেই জগদীপ ধনকড় সোমবার সারাদিন রাজ্যসভা পরিচালনা করার পর হঠাৎ করে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা দিলেন। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলছে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাতের কারণেই কি ইস্তফা দিলেন জগদীপ ধনকড়? সরকারের শীর্ষস্তর থেকেই কি তাকে ইস্তফার নির্দেশ দেওয়া হয়েছিল? এরকমই জল্পনা ঘোরাফেরা করছে রাজনীতির অলিন্দে। অধীর চৌধুরী বলছেন, "আমার মনে হয়, বিজেপি পার্টির নেতৃত্বের সঙ্গে ধনকড় সাহেবের কোনও মনোমালিন্য, যেটা ধনকড় সাহেব মানতে পারেননি বলে ইস্তফা দিয়েছেন।"সূত্রের খবর, সরকারের সঙ্গে আলোচনা না করেই বিচারপতি ভার্মার ইমপিচমেন্টের নোটিস গ্রহণ করে সেক্রেটারি জেনারেলের কাছে পাঠিয়ে দেন তিনি। পাশাপাশি আলোচনা না করেই একই দিনে রাজ্যসভার BA কমিটির দু'বার বৈঠক ডাকেন। সূত্রের দাবি, এসবই ভালভাবে নেয়নি কেন্দ্রীয় সরকার। যদিও সেইসব জল্পনা উড়িয়ে দিয়েছে বিজেপি।