Digha Jagannat Mandir: দিঘার মন্দিরের প্রসাদ বিলিতে ৪২ কোটি টাকা দিচ্ছে হিডকো, দাবি বিজেপির

ABP Ananda LIVE : দিঘার মন্দিরের প্রসাদ বিলির খরচ নিয়ে সরব বিজেপি। প্রসাদ বিলিতে ৪২ কোটি টাকা দিচ্ছে হিডকো, দাবি জগন্নাথ চট্টোপাধ্যায়ের । '৩২ কোটি টাকা দেওয়া হয়েছে, আরও ১০ কোটি দেওয়া হবে'। রাজ্যের আর্থিক সঙ্কটের মধ্যেও কীভাবে বিপুল টাকা খরচ, প্রশ্ন জগন্নাথের । হিডকোকে টাকা খরচের নির্দেশ কে দিয়েছে, প্রশ্ন বিজেপি নেতার। বাড়ি বাড়ি প্রসাদ পাঠানো হলে ক্ষতি কী, পাল্ট তৃণমূলের। 

 

বোলপুরে দলীয় কার্যালয়ে কোর কমিটি বৈঠক, এক ফ্রেমে অনুব্রত-কাজল-শতাব্দী

বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠকে অনুব্রতর পাশে কাজল। এক ফ্রেমে অনুব্রত-কাজল-শতাব্দী। শীর্ষ নেতৃত্বের কড়া বার্তার পর কাটবে অনুব্রত-কাজল দ্বন্দ্ব? সময় জানাবে সবকিছু।বোলপুরে দলীয় কার্যালয়ে কোর কমিটি বৈঠক। বৈঠকে হাজির অনুব্রত মণ্ডল- কাজল শেখ। কিছুদিন আগেই কলকাতায় অনুব্রত-কাজলকে নিয়ে আলাদা বৈঠক নেতৃত্বের । বীরভূমের ২ নেতাকে একসঙ্গে চলার বার্তা দেয় নেতৃত্ব। সব দ্বন্দ্ব মিটিয়ে নেওয়ার কথা বলে দলীয় নেতৃত্ব। তারপর প্রথম কোর কমিটির বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা।প্রসঙ্গত, পুলিশকে হুমকি-বিতর্কের পর প্রথমবার দলীয় বৈঠকে যোগ দিতে সম্প্রতি কলকাতায় এসেছিলেন অনুব্রত মণ্ডল। তৃণমূল সূত্রে খবর,বৈঠকে দলীয় নেতৃত্বের কাছে ক্ষমা চেয়েছিলেন বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি। প্রশ্ন উঠছে, পুলিশকে কদর্য ভাষায় আক্রমণ করেও দায়সারা ক্ষমাতেই ছাড় অনুব্রত মণ্ডলকে? আশাকরি আর এই ভুল আর করবে না। কেষ্টকে লাস্ট ওয়ার্নিং দিয়েও অনিল বসু, কৈলাস বিজয়বর্গীয়র প্রসঙ্গ টেনেছলেন ফিরহাদ হাকিম।IC-কে এই কদর্য আক্রমণের পর অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনও কড়া ব্য়বস্থা নেয়নি তৃণমূল। দায়সারাভাবে ক্ষমা চেয়েই পার পেয়ে গেছেন তিনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola