যখন প্রধানমন্ত্রী করোনার বিরুদ্ধে লড়তে বলছেন, আর দিলীপবাবুরা তাঁর কথাই অমান্য করছেন: পার্থ চট্যোপাধ্যায়
Continues below advertisement
৪ঠা সেপ্টেম্বর গণতন্ত্র বাঁচাও দিবস পালনে বিক্ষোভ কর্মসূচি বিজেপির, 'লকডাউন করে আমাদের বাধা দেওয়া যাবে না', দাবি দিলীপ ঘোষের| 'এখানে গণতন্ত্র বলিষ্ট বলেই, বসে বসে উনি এই ধরণের পরিকল্পনা করছেন| প্রধানমন্ত্রী বলছেন, সকলে মিলে লড়ে করোনা থেকে দেশকে মুক্ত করব, দিলীপ বাবুরা তখন প্রধানমন্ত্রীই কথা শুনছেন না| তবে উনি যত গর্জন করেন তত বর্ষণ করেন না', প্রতিক্রিয়া তৃণমূলের মহাসচিব পার্থ চট্যোপাধ্যায়ের|
Continues below advertisement