Disaster News: ফের মেঘ ভাঙা বৃষ্টি, প্রায় ধ্বংসস্তূপে পরিণত চামোলির মোপাটা গ্রাম
ABP Ananda LIVE: ফের মেঘ ভাঙা বৃষ্টি, প্রায় ধ্বংসস্তূপে পরিণত চামোলির মোপাটা গ্রাম । ঘটনায় নিখোঁজ এক দম্পতি । গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি ২ জন মেঘ ভাঙা বৃষ্টিতে প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি । ১৫ থেকে ২০ টি গৃহপালিত পশুর ভেসে যাওয়ার আশঙ্কা । প্রশাসনের তরফে শুরু হয়েছে উদ্ধারকাজ নিকটবর্তী নদীগুলিতে বাড়ছে জলস্তর । পুলিশ প্রশাসনের তরফে সতর্কতা জারি
আরও খবর...
নিয়োগ দুর্নীতি মামলায় SSC-কে সাতদিনের মধ্যে 'দাগি'দের তালিকা প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার জন্য মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারকে দায়ী করল সর্বোচ্চ আদালত। বিচারপতি সঞ্জয় কুমার স্পষ্টই বলেন, মধ্যশিক্ষা পর্ষদ, SSC, রাজ্য সরকার গন্ডগোল করেছে, আর আদালতকে দোষারোপ করা হচ্ছে? এটা কি ঠিক?
নির্বাচন প্রক্রিয়া কলঙ্কিত হয়েছিল, কারণ কোনও মন্ত্রী চেয়েছিলেন তাঁর প্রার্থীরা থাকুক। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতির মামলায় এমনই মন্তব্য় করল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে সর্বোচ্চ আদালত SSC-র উদ্দেশে প্রশ্ন তুলল, দাগি প্রার্থীদের জন্য হাইকোর্টে কেন? এই পর্যবেক্ষণকে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।