রাজ্যপালকে অসম্মান রাজ্যের ভাবমূর্তির পক্ষে নেতিবাচক: অধীর চৌধুরী
Continues below advertisement
'রাজ্যপাল তথা আচার্যের সঙ্গে উপাচার্যদের ভার্চুয়াল বৈঠক হলে মাথায় আকাশ ভেঙে পড়তো না। দু পক্ষের মধ্যে এই নিয়ে সংঘাত রাজ্যের শিক্ষা ব্যবস্থার পক্ষে ভালো নয়', ট্যুইট বার্তা অধীর চৌধুরীর। ট্যুইটে তিনি লিখেছেন 'রাজ্যপালকে যে ভাবে অসম্মান করা হলো তা রাজ্যের ভাবমূর্তির পক্ষে নেতিবাচক। যদি রাজ্য সরকার মনে করেন রাজ্যপাল সাংবিধানিক রীতিনীতি মেনে চলছেন না তাহলে মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতির কাছে তাঁকে সরিয়ে দেওয়ার জন্য দাবি করছেন না কেন। তাঁর বদলে এই ধরনের লঘু কার্যকলাপকে উৎসাহ দেওয়া হচ্ছে কেন?'
Continues below advertisement
Tags :
Education System Jagdeep Dhankhar Governor Vice Chancellor Adhir Chowdhury Abp Ananda Congress