দুর্গাপুরের পরেই গাইঘাটা! যোগদান মেলায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপি নেতার নামে 'দুর্নীতি পোস্টার', সৌজন্যে লেখা 'আদি বিজেপি'
Continues below advertisement
পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের পর এবার উত্তর চব্বিশ পরগণার গাইঘাটায় বিজেপির যোগদান মেলায় দলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠল। মঙ্গলবার গাইঘাটা বাজার এলাকার মাঠে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার তরফে যোগদান মেলার আয়োজন করা হয়েছিল। কিন্তু সভাস্থলে বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোস্টার দেখা যায়। পোস্টারে দলীয় নেতার বিরুদ্ধে আমফানের টাকা তছরুপের অভিযোগ তোলা হয়েছে। পোস্টারের নীচে লেখা রয়েছে 'সৌজন্যে আদি বিজেপি'। বিজেপির অভিযোগ বদনাম করতে পোস্টার লাগিয়েছে তৃণমূল।
Continues below advertisement
Tags :
Bengal Election Gaighata ABP Ananda LIVE Abp Ananda West Bengal Elections With ABP Ananda TMC BJP West Bengal Elections 2021 Dilip Ghosh Kailash Vijayvargiya