ঘোলায় কলেজ ছাত্রীর 'শ্লীলতাহানি', বাধা দেওয়ায় ছাত্রী ও তাঁর দিদিকে মারধরের অভিযোগ
উত্তর ২৪ পরগণার ঘোলায় কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। প্রতিবাদ করায় ছাত্রীর দিদিকে মারধরের অভিযোগ। ছাত্রীর অভিযোগ, দিদির সঙ্গে সাইকেলে বাড়ি ফেরার সময় ঘোলা থানার মহেন্দ্রনগর এলাকায় এক অজ্ঞাতপরিচয় যুবক তাঁদের পিছু নেয়। এরপরে একা পেয়ে তাঁদের সঙ্গে অশালীন আচরণ করতে শুরু করে সে। প্রতিবাদ করায় ওই ছাত্রী ও তাঁর দিদিকে মারধর করা হয়েছে। ছাত্রীর অভিযোগ, তাঁরা চিৎকার করলেও স্থানীয় বাসিন্দারা কেউ এগিয়ে আসেনি। দিদির চুল টেনে ছিঁড়ে দেওয়া হয়। রাতে ঘোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখনও গ্রেফতার হয়নি অভিযুক্ত।