Elephant Attack: চন্দ্রকোণায় দলছুট দাঁতাল হাতির তাণ্ডবে মৃত ১, আহত ১
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় হাতির হানায় মৃত্যু। দাঁতালের তাণ্ডবে ১ জনের মৃত্যু হয়েছে। আহত ১। গতকাল থেকেই এলাকায় তাণ্ডব চালায় দলছুট দাঁতাল। আলুর জমি নষ্ট করে দেয় দাঁতালটি। গ্রামের ভিতরে ঢুকেও তাণ্ডব চালায় হাতি। এখনও ঘটনাস্থলে পৌঁছননি বন দফতরের কর্মীরা।