প্রসূতির করোনা সন্দেহে সিল করে দেওয়া হল কাঁথির হাসপাতাল
Continues below advertisement
করোনা আক্রান্ত প্রসূতির নমুনা সংগ্রহ। সংক্রমণের আশঙ্কায় সিল করে দেওয়া হলো পূর্ব মেদিনীপুরের কাঁথির একটি নার্সিং হোম। ওই নার্সিং হোমের অন্য রোগীদের ছুটি দিয়ে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসূতি ও ওই সদ্যেজাত ছাড়া নার্সিং হোমে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সকলকে আইসোলেশনে থাকতে বলা হয়েছে।
Continues below advertisement
Tags :
Nurshing Home Seal Kanthi Covid-19 Suspect Coronavirus LIVE Abp Ananda Coronavirus Update Coronavirus Covid-19