গাছের ডালেই কোয়ারেন্টিনে পুরুলিয়ায় চেন্নাই ফেরত ৭ শ্রমিক!
Continues below advertisement
গাছের ডালেই কোয়ারেন্টিনে! করোনা সংক্রমণ রুখতে চেন্নাই ফেরত সাত শ্রমিক এভাবেই আশ্রয় নিয়েছিলেন। পুরুলিয়ার বলরামপুরের ভাঙ্গিডি গ্রামের ঘটনা। পাঁচ দিন গাছে কাটার পর, গতকাল তাঁদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রাখার ব্যবস্থা করল স্থানীয় প্রশাসন।
Continues below advertisement